হোম আন্তর্জাতিক পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে: হামাস

পশ্চিমা স্বীকৃতি ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে: হামাস

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিন ইস্যুর মোড় ঘুরিয়ে দেবে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি। মঙ্গলবার (২৮ মে) এ দেশগুলো একসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

এই ইস্যুতে বাসেম নাইম নামে একজন হামাস নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অবিরাম সাহস এবং ধৈর্যের ফল আজকের এই দিন।

পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধানের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ন্যায়বিচার প্রদানে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি রক্ষা করেছে।’

এছাড়াও এ স্বীকৃতি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সব প্রাসঙ্গিক রেজুলেশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি ইসরাইলি অবৈধ দখলদারিত্বের অবসান এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের দিকে সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টায় ইতিবাচক অবদান রাখবে বলে আশা করছে ফিলিস্তিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন