হোম জাতীয় পলিথিন নিষিদ্ধে অভিযান, এক মাসে জরিমানা সাড়ে ১৯ লাখ

পলিথিন নিষিদ্ধে অভিযান, এক মাসে জরিমানা সাড়ে ১৯ লাখ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

সংকল্প ডেস্ক:

পলিথিন ব্যাগ নিষিদ্ধের পর গত এক মাসে সারাদেশে (৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) মোট ১৬৬টি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। এছাড়া এই সময়ে ৪০ হাজার ৬০৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস।

তিনি বলেন, কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আমাদের কার্যক্রম চলমান। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণায় সব মহল থেকে আন্তরিক সহযোগিতা পাচ্ছি। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। নিয়মিত বিষয়টি মনিটরিং করা হচ্ছে। ক্রেতা, ব্যবসায়ীসহ সবার কাছ থেকে সাড়া পাচ্ছি।

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার হ্রাস পেয়েছে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, বড় সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাঁচাবাজারগুলোতে কিছু কিছু আছে। কিন্তু সেখানেও ব্যবহার অনেকটা কমে এসেছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সারাদেশে আমাদের কার্যক্রম চলছে। উৎপাদন কারখানার বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত আছে।

তিনি আরো বলেন, পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এবং বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে। সার্বিকভাবে পরিবেশর জন্য ভীষণভাবে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানে পরিবেশ অধিদফতরের পরিচালক রাজিনারা বেগম, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-সচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন