বাণিজ্য ডেস্ক :
কোনোভাবেই নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থামছে না। বিভিন্ন সময়ে বাজারে অভিযানে মিলছে বস্তা বস্তা পলিথিন।
সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ করতে অভিযান শুরু করে পরিবেশ অধিদফতর। এক ঘণ্টা দেরি করে এ অভিযান শুরুর আগেই পানপট্টির প্রায় সব দোকানই অর্ধ বন্ধ করে উধাও ব্যবসায়ীরা। তবে দু’একটি দোকান খোলা থাকলেও প্রায় সব দোকানের নিচ থেকে বেছে বেছে পলিথিনের বস্তা বের করে জব্দ করে মোবাইল টিমের সহযোগীরা।
এ সময় ১৫টি দোকানে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার কেজি পলিথিন জব্দ ও ২ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর। এছাড়া অভিযানের খবর অন্যকে বলার অপরাধে একজনকে আটক করা হয়।
এদিকে পলিথিন বিক্রি ঠিক নয় জানিয়ে উৎপাদন বন্ধ ও পলিথিনের বিকল্প পণ্য স্বল্প মূল্যে সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী বলেন, কাগজের ছোট প্যাকেটের অনেকেই নিতে চান না। তাই পলিথিনের ব্যাগ দেয়া ছাড়া কোনো উপায় নেই। এদিকে মাছের বা মুদির পণ্য দিতে হলে তো পলিথিনের ব্যাগ দেয়া ছাড়া উপায় নেই।
রাজধানীরতে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাও বিভিন্ন সময়ে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। কিন্তু ইতিবাচক প্রভাব নেই বললেই চলে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যকর ভূমিকা না থাকাকে দায় দিয়ে পরিবেশ অধিদফতের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলামে বলেন, কারওয়ান বাজারে এর আগেও অনেকবার পলিথিনের ব্যাগের ব্যবহার নিয়ে সাবধান করা হয়েছে। তার সত্ত্বেও আমরা বিভিন্ন অভিযানে পলিথিন উদ্ধার করছি।
সংস্থাটি বলছে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পলিথিন বন্ধের কথা বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি ঠিক থাকে না।
আইনিভাবে নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পরিবেশ অধিদফতর।
