কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের দিগন্ত বিস্তৃত হাওরের মাঝখান দিয়ে কখনো সোজা, কখনো আবার এঁকেবেঁকে চলেছে পিচঢালা পথ। সড়কে নিয়মিত চলছে ছোট- বড় যানবাহন। মনে হয় সড়কটি যেন মিশে গেছে নীল দিগন্ত সীমানায়। কিশোরগঞ্জের ইটনা- মিঠামইন- অষ্টগ্রাম আর নিকলী নিয়ে হাওর অঞ্চল।
হাওরের অলওয়েদার সড়ক বাড়িয়ে দিয়েছে হাওরের বহুগুণ সুন্দর্য। দূর- দূরান্ত থেকে পর্যটকরা ছুঁটে আসছে হাওরের সুন্দর্য উপভোগ করতে। অকৃত্তিম প্রকৃতি আর পানিতে জল তরঙ্গের খেলা কার না দেখতে ভালোলাগে?
হাওরে তৈরি হয়েছে একটি রিসোর্ট। এ রিসোর্টে একটি চাইনিজ রেস্তোরা, শপিংমল, দুটি পরিবার থাকার মত অত্যাধুনিক বিল্ডিং। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ইচ্ছায় নির্মিত অলওয়েদার সড়ক ঘিরে হাওরে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।