হোম বিনোদন পর্তুগালে একে অন্যতে মগ্ন আদিত্য-অনন্যা

বিনোদন ডেস্ক:

গোটা ইউরোপ লাল রঙে রাঙিয়ে তুলছেন কথিত দম্পতি আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে। স্পেনের আর্কটিক বানর কনসার্টে একসঙ্গে যোগ দেওয়ার পরে, ভক্তরা তাদের আবার পর্তুগালের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখতে পেয়েছেন। আর সেখান থেকেই তাদের প্রেমের গুঞ্জন আবারো সরব হয়ে উঠেছে সোশাল মিডিয়ায়।

পর্তুগালের একটি রেস্তোরাঁয় কিছু অনুরাগী তাদের দেখার পরেই অনন্যা এবং আদিত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যায় খুবই সাধারণ পোশাকে দুইজন একসঙ্গে বসে আছে তবে দুজনেই একে অন্যতে এমন ভাবে ডুবে আছে যেন আশপাশের কোনো কিছুরই খবর তাদের নেই। একদম মগ্ন হয়ে আছে দুজন দুজনায়। আদিত্য যখন কথা বলছে, অনন্যা মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে।

এদিকে সোশাল মিডিয়ায় তাদের ছবি প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, চোখ দেখো চোখ। চোখ কখনো মিথ্যা বলে না। এদিকে তাদের অজান্তে ছবি তুলে তা ভাইরাল করার বিপক্ষেও লিখেছেন অনেকে। লিখেছেন, কারো গোপনীয়তা ভঙ্গ করা!! এটি খুব ভুল !! কারো অনুমতি ছাড়া তাদের ছবি তোলা ভুল।

অনন্যা এবং আদিত্যকে বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে, তবে তারা তাদের সম্পর্কের বিষয়ে আঁটসাঁট কথা বলেছেন। অনন্যা এবং আদিত্যের মধ্যে ডেটিং গুজব শুরু হয়েছিল যখন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ইঙ্গিত দিয়েছিলেন যে দুজন একে অপরকে কফি উইথ করণ সিজন ৭-এ দেখছেন। সম্প্রতি সমাপ্ত ল্যাকমে ফ্যাশন শোতে মনীশ মালহোত্রার শোস্টপার হিসেবে দুজনেই র‌্যাম্পে একসঙ্গে হেঁটেছেন। এছাড়া আদিত্য এবং অনন্যা দোহায় ফিফা বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালেও যোগ দিয়েছিলেন এবং অনন্যাকে এই বছরের শুরুতে আদিত্যের সফল ওয়েব-সিরিজ দ্য নাইট ম্যানেজার-এর বিশেষ স্ক্রীনিং-এও অংশ হিসেবে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন