স্পোর্টস ডেস্ক:
আবারও বিতর্ক শুরু হয়েছে ডিউক বল নিয়ে। গতকাল লর্ডস টেস্টে দ্বিতীয় দিন সকালে মাত্র ১০.৩ ওভার পর দ্বিতীয় নতুন বল বদলে দেওয়া হয়। এতে অসন্তুষ্ট হয় ভারত। এছাড়া বলের মান নিয়ে উঠছে প্রশ্ন। বলটি মূলত নরম হয়ে আসায় বিরক্ত হয়েছে ভারতীয় দল।
এ নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক শুভমান গিল। বার বার বল পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয় পেসার জসপ্রীত বুমরাহকে। তিনি খানিকটা মজার ছলে বিরক্তি বুঝিয়ে দেন। বুমরাহ বলেন, ‘বার বার বল পাল্টাতে হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। এ সব নিয়ে কথা বলে আমি জরিমানা দিতে চাই না। দীর্ঘ সময় খেলার জন্য কঠোর পরিশ্রম করি। তাই কোনও বিতর্কিত মন্তব্য করবো না। তাহলে ম্যাচ ফি কেটে নেওয়া হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে ভারতীয় এই পেসার বলেন, ‘খুব ক্লান্ত ছিলাম। তাই আর উচ্ছ্বাস প্রকাশ করিনি। তা ছাড়া আমার বয়স ২১-২২ নয় যে, ৫ উইকেট নিয়ে লাফালাফি করবো। পরের বল করার জন্য নিজের জায়গায় ফিরে যাওয়াই ভালো।’
লর্ডসের ‘অনার্স বোর্ড’এ নাম ওঠা নিয়ে বুমরাহ বলেছেন, ‘এখানকার অনার্স বোর্ডে নাম তুলতে পেরে ভালই লাগছে। পরে ছেলেকে গল্প করার মতো একটা ব্যাপার।’