হোম জাতীয় পরিবেশ সুরক্ষায় চিংড়িমহালের ফাঁকা স্থানে সবুজায়ন: ভূমিমন্ত্রী

জাতীয় ডেস্ক:

পরিবেশ সুরক্ষায় চিংড়িমহালের প্রশস্ত ফাঁকা স্থানে সবুজায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (৮ নভেম্বর) সকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় চিংড়িমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে ভূমিসচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয় বিবেচনা করেই ভূমি মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে অনুযায়ী কাজ করা হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে।

বাংলাদেশ সরকারের জলবায়ু অভিযোজন ও প্রশমনের ওপর প্রভাব হ্রাসে গৃহীত কার্যক্রমে ভূমি মন্ত্রণালয় অন্যতম সহযোগী উল্লেখ করে সাইফুজ্জামান বলেন, কৃষিজমি সুরক্ষায় প্রক্রিয়াধীন আইন, ল্যান্ড জোনিং প্রকল্পসহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প জলবায়ু অভিযোজন ও প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শমতে লবণাক্ততাপ্রবণ উপকূলীয় এলাকা, চিংড়ি চাষ ইত্যাদি বিবেচনা করে চিংড়িমহালের প্রশস্ত ফাঁকা স্থানে উপযুক্ত উদ্ভিদ রোপণের জন্য নির্দেশ দেন মন্ত্রী।

এ ছাড়া পানি নিষ্কাশনের সময় যেন চিংড়িমহালের পাশের বাঁধের ক্ষতি না হয়, সে ব্যাপারেও লক্ষ রাখার কথা বলেন তিনি।

ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কক্সবাজার ও সাতক্ষীরা জেলার মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চিংড়ি চাষ ও ব্যবসায়ীরাসহ বিভিন্ন অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন