হোম জাতীয় পরিবেশবান্ধব নৌপরিবহন খাত গড়ে তুলতে আগ্রহী যুক্তরাজ্য

জাতীয় ডেস্ক :

বাংলাদেশের সঙ্গে পরিবেশবান্ধব নৌপরিবহন খাত গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের মেরিটাইম, এভিয়েশন ও সিকিউরিটিবিষয়ক মন্ত্রী ব্যারনোস ভেয়ার অব নরবিটন।

শুক্রবার (২ ডিসেম্বর) ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশাবাদের কথা জানিয়েছেন।

এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যের বিভিন্ন বন্দরে বাংলাদেশি নাবিকদের অন অ্যারাইভাল ভিসার জটিলতা দূর করার অনুরোধ জানান। এছাড়াও বাংলাদেশের নৌপরিবহন খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভন্ন সমুদ্রবন্দরে পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদান এবং বাংলাদেশি নাবিকদের সার্টিফিকেট অব কম্পিটেন্সির যৌথ স্বীকৃতি দিতেও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে পরিবেশবান্ধব নৌপরিবহন খাত গড়তে এবং কপ-২৬ এ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও উদ্ভাবনী নেতৃত্বের প্রশংসা করেন ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস ভেয়ার।

এ সময়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নৌপরিবহন ও জাহাজখাতে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে আনতে দুই দেশের মেরিটাইম একাডেমি ও ইনস্টিটিউটের মধ্যে প্রযুক্তি ও নীতিগত বিষয়ে গবেষণা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন দুই মন্ত্রী।

আন্তর্জাতিক সমুদ্র সংস্থার ১২৮তম কাউন্সিলে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে তিন দিনের সফরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন