বিনোদন ডেস্ক :
করোনার ভয়াবহ থাবা এখন সারা বিশ্বে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশে করোনায় মারা গেছেন ৫ জন। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার জন্য বলা হয়েছে। শোবিজ তারকারাও ঘরে থাকছেন এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনই এখন ঘরে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শুধু তাই নয়, সচেতনতা তৈরির চেষ্টাও করছেন তিনি।
তিশা বলেন, আমরা এখন কঠিন সময় পার করছি। এই অবস্থায় ধৈর্য্য ধরাটা সব থেকে বড় ব্যাপার।
হাত ধোয়ার অভ্যাসটা সব সময় করুন। এটা যে কোনো ভাইরাস মোকাবেলায় জরুরি। আর যে যে সচেতনতার কথা বলা হচ্ছে তাও মেনে চলুন। আর একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে- প্লিজ, অসহায় দিনমজুরদের পাশে দাঁড়ান। কারণ এখন তারা বেকার। কোনো কাজ নেই। তারা দিন আনেন দিন খান। তাদের অবস্থা সব থেকে খারাপ। তাই যে যার সামর্থ অনুযায়ী তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সরকারের পাশাপাশি আমরা যদি এটা করি তাহলে এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠতে পারবো। এটা এমন এক পরিস্থিতি যেটা একার পক্ষে সম্ভব নয়, সবাই মিলে মোকাবেলা করতে হবে। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেবেন। সবাই সচেতন হওয়ার পাশাপাশি প্রার্থনাও করুন।