খেলাধূলা ডেস্ক :
উয়েফা নেশন্স লিগের নিয়মে আসছে পরিবর্তন। নতুন করে যুক্ত হচ্ছে নকআউট পর্ব। ২০২৪ সালের পর থেকে হবে কোয়ার্টার ফাইনাল।
বুধবার (২৫ জানুয়ারি) উয়েফার কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর উয়েফা এক বিবৃতিতে বিষয়টি জানায়।
সুইজারল্যান্ডের নিয়নে রাতের ঝলমলে আলোয় বসেছিল তারার মেলা। উয়েফা নেশন্স লিগের ড্র অনুষ্ঠান আলোকিত করে হাজির হন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। নেশন্স লিগের তৃতীয় আসরের সেমিফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে, তা নির্ধারণ করতেই এ আয়োজন।
১৪ জুন শীর্ষ চারের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে লড়বে স্পেন। ১৮ জুন হবে নেশন্স লিগের তৃতীয় আসরের ফাইনাল।
একই দিন বদল এসেছে নেশন্স লিগের টুর্নামেন্টের কাঠামোতেও। নতুন করে যুক্ত হয়েছে নকআউট পর্ব। নতুন সূচি অনুযায়ী এই নকআউট পর্ব অনুষ্ঠিত হবে মার্চে, যা নভেম্বরে শেষ হওয়া গ্রুপপর্বের খেলার সঙ্গে জুনের ফাইনালসের সমন্বয় সাধন করবে।
টুর্নামেন্টের বর্তমান নিয়মানুযায়ী লিগ ‘এ’-এর চার গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হয় চার দলের ফাইনালসের। সেখানে বিজয়ী দুদল খেলে ফাইনাল। অর্থাৎ, সেমিফাইনালের পর হয় ফাইনাল।
কিন্তু পরিবর্তিত নিয়মে গ্রুপ ‘এ’-এর চার গ্রুপের সেরা ও রানার্সআপ দলগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে কোয়ার্টার ফাইনাল। জয়ী দলগুলো জায়গা পাবে সেমিফাইনালে।
পরিবর্তন এসেছে আরও একটি। ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ বাছাই পর্বের দলগুলো চার ও পাঁচ দলের ১২টি গ্রুপে ভাগ করে খেলা হবে।
এই পরিবর্তনগুলোও কার্যকর হবে ২০২৪ সাল থেকে।