নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়োচিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাওয়া গেছে, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ডাকযোগে পাঠানো চিঠিটি রোববার (৪ জানুয়ারি) দুপুরে পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য।
চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। এতে প্রেরক হিসেবে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়।
চিঠিতে লেখা হয়, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশাকরি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।’
চিঠিতে আরও বলা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। চিঠিতে দাবি করা হয় যে, তিনি ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের নজরদারিতে’ রয়েছেন।
ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন। শাহজাহান চৌধুরী জানান, দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভা চলাকালীন সময়ে হুমকি প্রদানের বিষয়টি শুনলে তিনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
