হোম অন্যান্যসারাদেশ পরিচয় মিলছেনা অন্তসত্ত্বা কিশোরীর

পরিচয় মিলছেনা অন্তসত্ত্বা কিশোরীর

কর্তৃক Editor
০ মন্তব্য 139 ভিউজ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

পরিচয় মিলছে না ১৫ বছর বয়সী অন্ত:সত্ত্বা এক কিশোরীর। সপ্তাহ খানিক ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে পরিচয় না পাওয়া ওই কিশোরী। মানসিক ভারসাম্যহীন ৮ মাসের অন্ত:সত্ত্বা কিশোরীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সবাই। গত ২৯ অক্টোবর সকালে উপজেলার কালিয়াচাপড়া এলাকায় অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হলে পুলিশের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। এরপর থেকে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিজ থেকে কিছুই করতে পারছে না। খাবার খেতে পারে না। তাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ সাংবাদিকদের জানান, কিশোরীটিকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক তার খোঁজ- খবর রাখা হচ্ছে। মেয়েটি অন্ত:স্বত্তা। সে নিজে থেকে কিছুই করতে পারছে না। নাম- পরিচয়ও বলতে পারছে না। এই মুহুর্তে চিকিৎসা সেবার পাশাপাশি মেয়েটির পুনর্বাসন প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন