হোম জাতীয় পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে আলোচনা হবে যেসব বিষয়ে

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে আলোচনা হবে যেসব বিষয়ে

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ভারত সফরে সীমান্ত ও ভিসা নিয়ে আলোচনা হবে। এছাড়াও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সীমান্ত হত্যা নিয়ে ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, কোনো প্রতিবাদ জানানো হয়েছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, ২৪ জানুয়ারি সিপাহী মোহাম্মদ রইসুদ্দিনের মৃত্যুতে বিএসএফ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আগামী দিনে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে।

বিএসএফ জানিয়েছে, তারা জানতেন পাচারকারীদের সঙ্গে বিজিবির সদস্য ছিল। এ বিষয়ে দিল্লির কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতে চেয়েছে কিনা; এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিএসএফ আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

ভারত-বাংলাদেশের জনগণের সম্পর্ক বাড়াতে চাইলেও সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশে একটি নেতিবাচক প্রভাব আছে। এ জায়গা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কিনা; এমন প্রশ্নে তিনি বলেন, যেসব দেশের সঙ্গে সীমান্ত আছে, যেকোনো দ্বিপাক্ষিক আলোচনায়ই কিন্তু সীমান্তের সমস্যা ও ভিসা নিয়ে আলোচনা করি। এবারও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে সীমান্ত ও ভিসা নিয়ে আলোচনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন