জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গায় মিম আক্তার মঞ্জুরা হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বোনের পরকীয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটায় বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দর্শনা আমলি আদালতে তাকে সোপর্দ করে পুলিশ।
হত্যারহস্য উম্মোচনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সোমবার বিকেলে। গ্রেফতার আলমগীর হোসেন (৩২) চুয়াডাঙ্গার দর্শনা মোহাম্মদপুর পাড়ার মৃত আরমান আলির ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মিম আক্তার মঞ্জুরা বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এ সময় তিনি খালাতো বোনের স্বামীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ঘটনা জেনে যায় ছোট ভাই আলমগীর হোসেন। ভাই বোনকে পরকীয়া সম্পর্ক না করতে নিষেধ করেন। তারপরও মিম মোবাইল ফোনে কথাসহ সম্পর্ক রাখে। এরই জের ধরে শনিবার রাতে ভাই কৌশলে বোনকে বাড়ির পাশে আম বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে উভয়ের মধ্য কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আলমগীর বোনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বেগুন ক্ষেতে নিতে দা দিয়ে কোপায়। সে নিজে দড়ি দিয়ে হাত পা বেঁধে পাশেই আহত অবস্থায় পড়ে ছিল। রোববার দুপুরে হত্যা মামলার প্রধান অভিযুক্ত আলমগীর হোসেনকে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা স্বীকার করে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা আমলি আদালতের বিচারক রিপন আলী আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় নিহতের স্বামী সুরুজ মিয়া বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।