হোম অন্যান্যসারাদেশ পরকীয়া করতে যেয়ে গ্রামবাসীর হাতে গণধোলাই এর শীকার সাবেক মেম্বর ইজান

পরকীয়া করতে যেয়ে গ্রামবাসীর হাতে গণধোলাই এর শীকার সাবেক মেম্বর ইজান

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ
ঝিকরগাছা,যশোর,প্রতিনিধিঃ
পরকীয়া করতে যেয়ে গ্রামবাসীর কাছে গনধোলায় খেয়ে জীবন বাঁচাতে বিবস্ত্র অবস্থায় পুকুরের পানিতে ঝাপ দিলেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের (০৪) নং ওয়ার্ড, নায়ড়া গ্রামের সাবেক মেম্বর ইজানুর রহমান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার সময়। গ্রামবাসী জানান এর আগেও এই ইজান মেম্বর কে নিয়ে পরকীয়ার অভিযোগ দিয়েছিল গ্রামবাসী। চাউল চুরি,প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,বাল্য বিবাহসহ নানা অপকর্মের মুলহোতা এই ইজান মেম্বর। মারামারি, পরকীয়া, গৃহবধূ ধর্ষণ বিচারসহ নানা অপকর্মের মূলহোতা এই ইজান।
সাবেক এই মেম্বারকে নিয়ে ভয়ে গ্রামে কেউ কিছু বলতে পারেনা রাজনৌতিক ও অন্যান্য নেতাদের ভয়ে। এলাকাবাসীর অভিযোগ এই ধরনের মেম্বরারের কোন রাজনৌতিক পরিচয় বা  ভাল কোন লিডারের সাপোর্ট থাকতে পারেনা। এই পাগলা মেম্বর কে কোন বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না,যার ভয়ে এলাকাবাসি মুখ খুলতে পারে না।
সরেজমিনে উপস্থিত এলাকাবাসী জানান,সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের আব্দুলের স্ত্রী আরিছন(৩৫) বাসা থেকে বের হয়ে বাড়ীর পিছনে বাশ বাগানে চলে যায় দেখা করতে।
অপরদিকে একই গ্রামের মোহাম্মদ দেড়ির ছেলে সাবেক মেম্বার ইজান(৪২) বাজার থেকে বেরিয়ে ঐ বাশবাগানে যান আরিছনের সাথে প্রেম লীলায় মত্ত হওয়ার সময় একই গ্রামের হবি,পিতা অজেত,মিন্টু পিতা রুহুলআমিন সহ নায়ড়া গ্রামের  আরো অনেকে হাতে নাতে ধরে। একপর্যায়ে দুজনকে উলঙ্গ অবস্থায় দেখে গ্রামবাসী মারধর করতে থাকলে টর্চলাইটের আঘাতের ইজানের মাথা ফেটে যায় এবং সে বিবস্ত্র অবস্থায় পুকুরের পানিতে ঝাপদিয়ে সাতরিয়ে পালিয়ে যায়। আছিরনের খোজে সংবাদকর্মীরা গেলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি।
অতপর ইজান মেম্বরারের সাথে যোগাযোগ করা হলে তাকে ও বাড়ীতে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন