নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) মো. সিরাজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সহকারি শিক্ষক খান মকছুদর রহমান, মোঃ আব্দুর রউফ, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ মোবাশ্বেরুর রহমান, শারমিন সুলতানা, মো. মহব্বত হোসেন, মো. আব্দুস ছবুর, মোঃ আবুল কালাম আযাদ, মো. কাবিজুল ইসলাম ও মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আবুল কালাম আযাদ। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সালমান রাফিদ ও ফাহিম আহমেদ।