হোম এক্সক্লুসিভ পদ্মা সেতু করে দেখিয়েছি আমরাও পারি: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক:

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ করা সক্ষমতার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রদানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। আমরাও যে পারি তা এখন বিশ্ববাসী জানে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক গতি ঠিকপথে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এত সমালোচনা, এত আলোচনার পরেও দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা গেছে। কোভিড, যুদ্ধ আর স্যাংশন না থাকলে বাংলাদেশ অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারতো।

উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা যে উন্নয়নশীল বাংলাদেশ করলাম, এটাকে সামনে এগিয়ে নেবে কে? একজন মানুষ দেখাতে পারবেন, যিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে? এমন কোনো নেতৃত্ব যদি আপনারা পান; তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে দেশকে পুরোপুরি উন্নয়নশীল করতে আমাদেরকেই দরকার।

এ সময় রাজনীতি ও অর্থনীতির ক্ষণিকের দুঃসময় এবং আঁধার অচিরেই কেটে যাবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে এখনও ৩৫তম অবস্থানে। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার।

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। এ জন্য সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে।

তিনি আরও বলেন, ‌বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট; তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন