হোম ফিচার পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনা, দুইজনের অবস্থা গুরুতর

অনলাইন ডেস্ক :

পদ্মা সেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এবং আহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‌দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন