হোম অন্যান্যসারাদেশ পদ্মপুকুর ও গাবুরার মানুষের চলাচলের সংযোগ চৌদ্দরশির ব্রিজে ভয়াবহ ভাঙ্গন

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলা পদ্মপুকুর, গাবুরার দুই পারের মানুষের একমাত্র যোগাযোগ ও চলাচলের চৌদ্দরশি নদীর ব্রিজ এর দক্ষিণ পাশে ব্রিজের পিলারের গার্ডারের নিচে ভয়াবহ ভাঙ্গন লেগেছে।

নদীতে অতিরিক্ত জোয়ার এবং প্রখর স্রোত থাকায় এই ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানান স্থানীরা। এভাবে ভাঙন অব্যাহত থাকলে নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে চৌদ্দরশি ব্রিজ পিলার গার্ডার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সরজমিনে যেয়ে দেখা যায়, খোলপেটুয়া ও কপোতক্ষ নদীতে জুয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজের নিচে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, ব্রিজের পিলারের নিচে চর ছিল এখন চর ভাঙতে ভাঙতে নদীতে চলে গেছে এই জন্য ব্রিজের তলে ভাঙন ধরেছে।

তিনি আরো বলেন সামনে বড় বড় গোন নদীতে অতিরিক্ত স্রোত থাকবে এবং জোয়ার উঠবে তার আগে এইস্থানে মেরামত না করলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ইউপি সদস্য ইমাম হাসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যত দ্রুত সম্ভব এখানে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি না হলে কোন মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দুইটা ইউনিয়নের এই স্বপ্নের সংযোগ ব্রিজটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন