হোম জাতীয় পদত্যাগী ডা. মুরাদের নেমপ্লেটও অপসারণ

জাতীয় ডেস্ক :

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নেমপ্লেট সচিবলায়ে তার জন্য নির্ধারিত কক্ষ থেকে অপসারণ করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে এটি অপসারণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ে তার (ডা. মুরাদ হাসান) জন্য নির্ধারিত যে কক্ষটি বরাদ্ধ ছিল সেখান থেকে তার নাম সম্বলিত নেমপ্লেটটি অপসারণ করা হয়েছে। এছাড়াও কক্ষে থাকা সমস্ত মালামালও অপসারণের কাজ শুরু হয়েছে।

এদিকে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারিয়েছেন ইতোমধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন ডা. মুরাদ।

তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ায় ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।

এদিকে মুরাদ হাসানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মুরাদ হাসান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন