হোম জাতীয় পথ ভুলে বাংলাদেশে: অনুপ্রবেশের অভিযোগে আটক সেই নারী

জাতীয় ডেস্ক:

সাহায্য চাইতে এসে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়া সেই ভারতীয় নাগরিক ওজেফা খাতুনকে (৫৫) অনুপ্রবেশের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হিলি বিজিবি আইসিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন বলেন, ‘আজ সকাল থেকে অপরিচিত এক মহিলা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট এলাকায় ঘোরাফেরা করতে থাকে। এক সময় তাকে জিজ্ঞেস করলে তার বাড়ি ভারতের মালদা জেলায় বলে জানায়। বিষয়টি ২০ বিজিবির অধিনায়ককে অবগত করলে তিনি ভারতীয় নাগরিককে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করার পরামর্শ দেন।’

তিনি আরও জানান, আটক নারীকে জিজ্ঞেস করে জানা যায় তিনি গত কয়েক মাস আগে নওগাঁ জেলার কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন। পরে তিনি বিভিন্ন এলাকা ঘুরতে ঘুরতে গত তিন দিন আগে হিলিতে আসেন।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, বিজিবি সদস্যরা ওজেফা খাতুন (৫৫) নামে ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেছেন। আগামীকাল তাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

আটক ওজেফা খাতুন ভারতের মালদা জেলার বৈস্টম নগর থানার দাওনাথ ক্যামপাড়া গ্রামের মালেকুলের স্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন