হোম জাতীয় পটুয়াখালীতে আ.লীগ-বিএনপির সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমরা আগে দুমকিতে সমাবেশ ডেকেছি কিন্তু আমাদের যেন সমাবেশ না করতে পারি সে জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন