হোম রাজনীতি পঞ্চগড়-১: কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় জাতীয় পার্টি

রাজনীতি ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের সিনেমাহল রোডে প্রচারণায় নামেন তারা। এসময় হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়ে স্থানীয়দের কাছে ট্রাক প্রতীকে ভোট চান তারা। একইসঙ্গে সবাইকে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

এসময় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাস মুক্তা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোকলেছার রহমান লাবু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবদারুল ইসলাস মুক্তা সময় সংবাদকে বলেন, ‘জাতীয় পার্টি এ দেশের ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের প্রাণের দল। দীর্ঘদিন ধরে আমাদের এ পার্টি অপেক্ষায় ছিল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক অসুস্থতার কারণে অংশগ্রহণ করতে না পারায়, আমরা পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন করে তার প্রচারণায় মাঠে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘এই প্রচারণা কোনও কেন্দ্রীয় নির্দেশনায় নয়, আমরা স্বপ্রণোদিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নেমেছি।’

এদিকে এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়াম্যান ও পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু সালেক সময় সংবাদকে বলেন, ‘তারা যে প্রচারণায় নেমেছে তা কেন্দ্রের কোনও সিদ্ধান্ত না। যেহেতু আমি অসুস্থ থাকার পাশাপাশি আমার প্রার্থিতা স্থগিত রয়েছে, তাই তারা বসে না থেকে ব্যক্তি উদ্যোগে নিজের পছন্দের প্রার্থীর সমর্থনে মাঠে নেমেছেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন