জাতীয় ডেস্ক :
হিমেল বাতাস আর ঘনকুয়াশায় উত্তর জনপদের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে চলা তীব্র শীতে দুর্ভোগে পড়েছে জেলার লোকজন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা ছিল গোটা জেলা।
ঘনকুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ভারী যানবাহন গুলোকে হেডলাইট জ্বালিয়ে মন্থর গতিতে চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড় শহরের রামের ডাংগা মহল্লার আব্দুল আজিজ (৪০) সময় সংবাদকে বলেন, গত কয়েকদিন ধরে চলা হিমেল বাতাস আর ঘনকুয়াশা শীতকে তীব্রতর করে ফেলেছে। বাহিরে চলাফেরা করতে খুব সমস্যা হয়।
