হোম জাতীয় পঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

জাতীয় ডেস্ক :

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আব্দুর রশিদ আরেফিন নামে এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ ছাড়া পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় শহরে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল আমিন কুদ্দুস সময় সংবাদকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে গণমিছিলের আয়োজন করেছিলাম। আমাদের মিছিল কার্যালয়ের সামনে গেলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন কর্মী টিয়ারশেলের আঘাতে মারা যান।’

এদিকে নিহত আব্দুর রশিদের ছোট ভাই আশরাফুল ইসলাম সবুজ সময় সংবাদকে বলেন, ‘ভাই আমাদের কিছু না বলে শহরে আসেন। পরে কী হয়েছে তা আমরা জানি না। আমরা ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে যাব।’

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা সময় সংবাদকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সংঘর্ষের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন