জাতীয় ডেস্ক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুর থেকে জমিলা খাতুন (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জুন) সকালে উপজেলা সদরের কৃষ্ণকান্তজোত গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জমিলা একই এলাকার কসিম উদ্দীনের স্ত্রী।
পুলিশ জানায়, ভারসাম্যহীন ওই নারী শনিবার (২৪ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন। রোববার স্থানীয়রা কৃষ্ণকান্তজোত গ্রামে আমজাদ নামে এক ব্যক্তির পুকুরে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পুকুর থেকে ভারসাম্যহীন ওই নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।