হোম খেলাধুলা পছন্দের জায়গায় না খেলার কারণ জানালেন সাকিব

খেলাধূলা ডেস্ক :

ব্যাটিং অর্ডারে সাকিব আল হাসানের পছন্দের স্থান ওয়ানডাউন। কিন্তু ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ব্যাট করেছেন ৭ নম্বরে, যেখানে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ৩ নম্বর পজিশন ছেড়ে কেন ৭ নম্বরে নামলেন সাকিব? বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ব্যাটিংয়ে বাম-ডানের সমন্বয়ের জন্যই তিনি শেষের দিকে নেমেছেন।

ম্যাচশেষে সাকিব বলেন, ‘আমার ওপরে ব্যাটিং করার কথা ছিল। কিন্তু তখন দুইজন স্পিনার বল করছিল এবং আমরা বাম-ডান সমন্বয় করতে চেয়েছিলাম। ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং এটি নিয়ে কাজ চালিয়ে যাব। দুটি ম্যাচ হারলে শক্তি ধরে রাখা কঠিন, কিন্তু পরের দুটি ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে নাজমুল হোসেন শান্ত ইম্প্যাক্টফুল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ দিকে একের পর এক ডটে শান্তও বাজে খেলার খাতায় নাম লেখান। পাশাপাশি লিটন, আফিফ, ইয়াসির আলিদের হতশ্রী ব্যাটিংয়ে মাত্র ১৩৭ রান করে বাংলাদেশ।

কেন এত খারাপ করল টাইগাররা? সাকিবের মতে, ‘আমরা ভালো শুরু পেয়েছিলাম, বড় শটও খেলার চেষ্টা করেছি। মাঝে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি, পরে আর মোমেন্টাম ধরে রাখতে পারিনি। প্রথম দিকের ৪ ব্যাটারের অন্তত দুজনের উচিত ছিল ১৫-১৬ ওভার পর্যন্ত হাত ছেড়ে খেলা। আমরা চেষ্টা করব, হাতে কয়েকটা ম্যাচ আছে।’

মিরাজের সঙ্গে সাব্বির রহমানের ওপেনিং জুটিতে পরিবর্তন এনেও ম্যাচের ফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। বারবার ইনটেন্ট-ইম্প্যাক্টের বুলি আওড়ানো বাংলাদেশ খেলেছে পুরোনো ভঙ্গিতেই। নাজমুল হোসেন শান্তর বাজে ব্যাটিংয়ের পর কিউইদের একের পর এক ক্যাচ মিসের মহড়ায়ও টি-টোয়েন্টিসুলভ খেলতে পারেননি আফিফ-লিটনরাও। ফলে টাইগারদের পুঁজি দাঁড়ায় কেবল ১৩৭। অল্প এই পুঁজির জবাবে মন্থর গতির ইনিংস খেলেই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

টার্গেট চেজ করতে নেমে ১৩ বল হাতে রেখে জয় পেয়েছে স্বাগতিকরা। বল হাতে ৪ ওভারে ১৪ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন