এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
শ্যামনগরের উপজের অন্তর্গত নওয়াবেঁকী বাজারের খেয়াঘাটের পাসে নির্মিত হচ্ছে ফেরিঘাট ।
জানা যায়, শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়ন তার থেকে ২ টি ইউনিয়ন বিছিন্ন , তাদের যোগাযোগ ব্যাবস্থা অনেক নাজুক থাকায় তাদের জন্য ফেরি চলাচল শুরু করবে সংশ্লিষ্টরা । এদিকে ফেরিঘাটের জন্য পরিমাণ মতো জায়গা না থাকায় ঘাটের সামনে সরকারী যে ফেরিফেরির জায়গার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।
১৬ জুন সকাল ১০ টা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার আক্তার হোসেন এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম ও আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু সহ পানি উন্নয়ন বোর্ডের ও সড়ক জনপথ বিভাগের এবং পল্লী বিদ্যুৎ এর সংশ্লিষ্টরা ।
এদিকে ড্রেজার মেশিন দিয়ে ভাঙ্গার ব্যাপারে প্রশ্ন করলে উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন যে তাদের অনেক বার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা আমাদের কথা কর্ণপাত না করে ছিল তাই আজ বাধ্য হয়ে ড্রেজার মেশিন দিয়ে ভাঙতে হচ্ছে , তবে তিনি বলেন যাদের ঘর ভাঙ্গা হচ্ছে তাদের একটি তালিকা আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো আমাদের বিশ্বাস তিনি তাদের ব্যাবস্থা করবেন ।
অপর দিকে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যাবসা পরিচালনা করী রা বলেন আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেল আমার আমাদের জীবনের সকল অর্জন টুকু এখানে বিনিয়োগ করেছি আমাদের আর জীবিকা নির্বাহ করার মতো কোন পথ থাকলো না এদিকে বিচ্ছিন্ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষ ফেরিতে চলাচল করতে পারবে এ ব্যাপারে তারা আনন্দিত।