হোম ফিচার নয়া পল্টনে অবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি

রাজনীতি ডেস্ক :

রাজধানীর নয়া পল্টনে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির একটি প্রতিনিধি দল এ কর্মসূচি পালনের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে।

পরে শর্ত সাপেক্ষে বিএনপির কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়।

কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ফুটপাতের একপাশে অবস্থান করে কর্মসূচি পালন করতে পারবেন বিএনপির নেতাকর্মীরা।

তিনি বলেন, তারা রাস্তা বন্ধ না করে, জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এই প্রত্যাশা করি। এ ক্ষেত্রে যান চলাচল স্বাভবিক রাখতে হবে। তা না হলে তার দায় দ্বায়িত্ব তাদেরকে (বিএনপি) বহন করতে হবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে সারা দেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। গত ৩০ ডিসেম্বর দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণ-অবস্থান কর্মসূচি সফল করতে ১১টি উপকমিটি গঠন করেছে বিএনপি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন