হোম খুলনানড়াইল নড়াইল হরতালে নাশকতা রুখতে শহর ব্যাপি পুলিশের উদ্যোগে মহড়া

নড়াইল অফিস:

বিএনপির ডাকা হরতালকে সামনে রেখে নাশকতা এড়াতে নড়াইল পুলিশ মহড়া চালিয়েছে। হরতালের সমর্থনে যে কোন ধরনের নাশকতা রুখতে পুলিশের আগাম সতর্কতার অংশ হিসেবে শনিবার (১৮নভেম্বর) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে এ মহড়া চালানো হয়।

পুলিশ জানায়, হরতালে নাশকতা মূলক আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে যাতে ভীতির সঞ্চার না হয় সে লক্ষে এবং হরতাল সমর্থকদের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের সতর্ক অবস্থানের জানান দিতেই এ মহড়া অনুষ্ঠিত হয়। মটর শোভাযাত্রা সহযোগে সাইরেণ বাজিয়ে নড়াইল শহর ছাড়াও শহরতলীর প্রধান প্রধান সড়কে বিকাল থেকে এ মহড়া রাত পর্যন্ত চলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবয়াদুর রহমান ও ডিবি নড়াইল ইউনিট ইনচার্জ ছাব্বিরুল আলমের নেতৃত্বে পুলিশের শতাধিক সদস্য বিশেষ এ মহড়ায় অংশ নেয়। আগামীতেও হরতাল অবরোধের বিরুদ্ধে পুলিশের এ জাতীয় মহড়াসহ সতর্কতা মূলক নানা কর্মকান্ড অব্যাহত থাকার কথা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন