হোম অন্যান্যসারাদেশ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করা

নড়াইল অফিস :

সকলে মাক্স পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি- এই স্লোগানে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। মাক্স পরায় উদ্ভুদ্ধ করতে বিদ্যালয় কতৃপক্ষর ব্যতিক্রমী এ উদ্যোগ।

বৃহস্পতিবার সকালে কার্যক্রমের উদ্ভোধন করা হলো। বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজার পিতা গোলাম মোর্তুজা স্বপন,সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদারসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে মাক্স তুলে দেন। এ সময় বক্তারা, করোনার ক্রমবর্ধমান সংক্রমন ঠেকাতে সকলকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষে উন্নতমানের এ মাক্স বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রায় ২হাজার শিক্ষার্থীর সকলকে পর্যায়ক্রমে বিনামূলে এ মাক্স বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন