হোম খুলনানড়াইল নড়াইল সদর হাসপাতালে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নড়াইল সদর হাসপাতালে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
নড়াইল আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দুই মহিলা দালালকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সঞ্জয় ঘোষ। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে হাসপাতাল চত্বর থেকে লাবনী (৩০) ও কুলসুম (৪৫) নামে দুই দালালকে আটকের পর ৫হাজার টাকা করে জরিমানা অনাদায়ায়ে ৬মাসের কারাদন্ডাদেশ দেন।
পরে লাবনী ৫হাজার টাকা ও কুলসুম ৪হাজার টাকা দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আগামীতে আর দালালী করবে না বলে তারা ওয়াদাবদ্ধ হয়।
এদিকে ভ্রাম্যমান আদালত হাসপতাল চত্বরে প্রবেশ করলে অন্যান্য দালালরা কৌশলে পালিয়ে যায়। অনেকে হাসপাতালের বিভিন্ন কক্ষে আত্মগোপন করে।
বিভিন্নসূত্রে জানাগেছে, নড়াইল সদর হাপাসাতলে প্রায় একশ দালাল রয়েছে। যার অধিকাংশ মহিলা দালাল। এসব মহিলারা রোগীদের টেষ্টের জন্য কৌশলে বিভিন্ন ডায়াগনেষ্টিক সেন্টারে নিয়ে যায়। গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে হাতিয়ে নেয় বেশি টাকা। এছাড়া কিছু দালাল হাসপাতাল থেকে রোগীদের ভালো চিকিৎসা দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।  সেখানে পল্লী চিকিৎসক ও ডিপ্লোমাধারীদের দিয়ে প্রেসক্রিপশন করিয়ে ও বিভিন্ন টেষ্ট দিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়ে থাকে।
এদিকে দুই মহিলা দালালকে আটকের পর অন্যান্য দালালরা পালিয়ে যায়। তবে দুজনকে জরিমানা করায় সাধারণ রোগীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন