নড়াইল অফিস :
নড়াইল সদর হাসপাতালের ইউজার ফির ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। গত শনিবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে ওই মামলা হয়।
দুদক সূত্রে জানা গেছে, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের অভিযোগে দÐবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ওই মামলা হয়।
হাসপাতালের ইউজার ফির ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রæয়ারি মাস পর্যন্ত ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে মামলা হয়েছে। জাহান আরা খানম (৫৩) নড়াইল শহরের আলাদাতপুরের মৃত মো. তছিকুল ইসলামের মেয়ে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, তদন্তে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।