হোম অন্যান্যসারাদেশ নড়াইল শহরের মধ্য দিয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে দুই ঘন্টা সড়ক অবরোধ মালিক- শ্রমিকদের

নড়াইল অফিস :

নড়াইল শহরের মধ্য দিয়ে বাস চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাস মালিক ও শ্রমিকেরা। রবিবার(২৩মে) দুপুর সাড়ে ১১ টা থেকে নড়াইল টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের হাতিরবাগান মোড়ে বাস্তায় এলোমেলো বাস রেখে অবরোধ করা হয়। এতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহন সহ নানা ধরনের ট্রাক আটকে সড়ক কার্যতঃ অকেজো হয়ে পড়ে। দুই ঘন্টা পরে প্রশাসনের সাথে আলোচনার জন্য অবরোধ সাময়িকভাবে তুলে নেয়া হয়।

নড়াইল শহরের ভিতরে অবস্থিত শেখ রাসেল সেতু পার হয়ে ভারী যাবাহন চলাচল না করে বাইপাস সড়কে সুলতান সেতু দিয়ে পার হবে,এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলো না প্রশাসন। ২২ মে রাতে শহরের শেখ রাসেল সেতুতে লোহার গেট তৈরী করে শহরের ভিতর দিয়ে বাস সহ অন্যান্য ভারী যানবাহন বন্ধ করে দেয় প্রশাসন।

বাস মালিক ও শ্রমিক নেতাদের দাবী,মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সরকারী নির্দেশনা কার্যকর না করে কেবলমাত্র নড়াইল শহরের মধ্যে দিয়ে বাস বন্ধ করায় তাদের ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধে সরকারী নির্দেশনা কার্যকর হলেই আমরা আন্দোলন করবো না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন