হোম খুলনানড়াইল নড়াইল-যশোর সিমান্তে বেপরোয়া গতির ফলে বৃষ্টিভেজা সড়কে, প্রান ঝরলো ১জনের, আহত হয়েছে ৫ জন

নড়াইল-যশোর সিমান্তে বেপরোয়া গতির ফলে বৃষ্টিভেজা সড়কে, প্রান ঝরলো ১জনের, আহত হয়েছে ৫ জন

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

নড়াইল অফিস:

বৃষ্টিভেজা সড়কে বেপরোয়া গতির ফলে নিয়ন্ত্রন হারিয়ে দুই পিক-আপের মুখোমুখী সংঘর্ষে নড়াইলের সিমান্ত ঘেষা যশোরের করিমপুর এলাকায় ১পিকআপ চালক নিহত ও ৫জন আহত হয়েছে। শুক্রবার (১২জুলাই) দুপুরে নড়াইল- যশোর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উচ্চতর চিকিৎসার জন্য তাদের যশোরে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর গামী একটি মুরগির পিকআপ ও নড়াইল গামী মাছবাহী পিকআপ করিমপুর এলাকায় বৃষ্টিভেজা মহাসড়কে বেপরোয় গতিতে একটি অন্যটিকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুইটি যানই সড়কে উল্টে পড়লে উভয় পিকআপের চালক হেলপারসহ ৬জন আহত হয়। এদের মধ্যে মুরুগির পিকআপারে চালকসহ তিন আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পিকআপ চালক তারিককে মৃত ঘোষনা করেন। অন্য দুই জনকে প্রথমিক চিকিৎসা শেষে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিক্যেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত যুবক তারিক যশোর কেশবপুর উপজেলার বগা গ্রামের বাবু সরদারের ছেলে। দূর্ঘটনায় আহত অন্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর নেয়া হয়। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন