নড়াইল অফিস :
নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে শেখ রাসেল ক্রীড়া চক্র পর পর ৬বার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় ক্লাবের সকল খেলোয়াড়সহ প্রশিক্ষকদের মধ্যে ট্রাকস্যুট বিতরণ করা হয়েছে।
১ ফ্রেরুয়ারি মঙ্গলবার সকালে নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ উৎসব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি কর বাহাদুর মো.ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন ফুটবল কোচ কার্ত্তিক দাস,সহকারি কোচ আশীষ দাস ঠাকুর,দলের অধিনায়ক কাজল সরকার।
সভাপতি বক্তব্যে মো.ওয়াহিদুজ্জামান বলেন,মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধূরার বিকল্প নেইা। শীরর ও মনকে সুস্থ্য রাখতে প্রতিটি যুবাদের অবশ্যই লেখাপাড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ নেওয়া উচিৎ।
তিনি বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র নড়াইল ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে পর পর ৬বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফুটবল প্রশিক্ষকদের নিপুন প্রশিক্ষণে শেখ রাসেল ক্রীড়া চক্র আজ এ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এ জন্য দলের প্রশিক্ষকসহ খেলোয়াড়দের কাছে আমরা ঋণি।
ফুটবল কোচ কার্ত্তিক দাস বলেন,একজন ফুটবলার কঠোর অনুশীলণ আর একাগ্রতার মাধ্যমে নিজেকে ভালো মানের ফুটবলার হিসেবে গড়ে তুলতে পারে। যে কাজটি করেছে আমার খেলোয়াড়েরা।
তিনি বলেন, ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ লীগে একটি ক্লাব পর পর ৬বার চ্যাম্পিয়ন হয়েছে এমন নজির নড়াইলে নেই। এ জন্য খেলোয়াড়দের অবশ্যই সাদুবাদ জানাই ।