নড়াইল অফিস :
নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরার কাছে চাঁদা দাবির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছাস ও শওন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে নড়াইল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি নড়াইল পৌর শহরের ভওয়াখালী গ্রামে।
জানা গেছে, গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ি কার্যালয়ে বাংলা বর্ষ ১৪২৯ সালের জন্য হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০জন মেয়রের কার্যালয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পৌর পরিষদ জরুরী সভায় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ ঘটনায় উচ্ছাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০কে আসামি করে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় পৌর পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান, আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন এবং সবশেষে গত ১০ মে আসামীদের গ্রেপ্তারের দাবিতে শহরের চৌরাস্তায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
অপরদিকে মেয়র আঞ্জুমান আরাকে দুর্নীতিগ্রস্থ হিসাবে আখ্যায়িত করে তাঁর অপসারন দাবি করে একইদিন বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে একটি পক্ষ।পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পৌরমেয়রের দায়ের করা চাঁদাবাজির মামলায় এজাহার নামীয় দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।