হোম অন্যান্যসারাদেশ নড়াইল পৌর নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থীসহ কয়েকজনের মনোনয়নপত্র জমা

নড়াইল অফিস :

৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারী নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর বুধবার সকালে নড়াইল সদর পৌরসভায় আ.লীগের মনোনয়নপ্রাপ্ত আনজুমান আরা, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন জেলা আ.লীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,জেলা জজ আদালতের পিপি এড.ইমদাদুল হক,জিপি এড.অচীন চক্রবর্তী প্রমুখ।

এ সময় কয়েকজন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন। এদিকে কালিয়ায় আ.লীগের মনোনয়ন পাওয়া ওহিদুজ্জামান হীরা ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা না দিলেও বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সাবেক স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ফকির মুশফিকুর রহমান লিটন,আরেক বিদ্রোহী প্রার্থী কালিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বি এম এমদাদুল হক টুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আগামী ৩০ জানুয়ারী এই দুই পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়পত্র জমাদানের শেষদিন। ৩ জানুয়ারী মনোনয়ন বাছাই এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন