নড়াইল অফিস :
বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে নড়াইল জেলা বিএনপির স্বারকলিপি প্রদান করেছে।
২৪ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্য়ালয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলী হাসান, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল জমাদার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানি উপস্থিত থেকে স্বারকলিপি প্রদান করেন। এ সময় বিএনপির শতাধিক নেতা কর্মী কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন।
অপরদিকে নড়াইল জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী,সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,সহ-দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান,নড়াইল জেলা যুবদলের সহ-সভাপতি শাহজান সিদ্দিকী টিটো,সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান,জেলা ছাত্রদল সভাপতি মোঃফরিদ হোসেন বিশ্বাসসহ আরো অনেকে।