নড়াইল অফিস :
নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল-ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারকে শুভেচ্ছা উপহার, নগদ অর্থ,ক্রেষ্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
১লা মার্চ (মঙ্গলবার) পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম.কামরুজ্জামান , অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ডিআইও-১ মীর শরিফুল হক, অফিসার ইনচার্জ, শওকত কবীর,নড়াইল সদর থানাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও জীবন উৎসর্গকারী পুলিশের স্ত্রী-পুত্র, অভিভাবক উপস্থিত ছিলেন ।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় শাহাদত বরণকারী নড়াইল জেলার ৩৮.জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য অফিসার বৃন্দ।
পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে। তাই আমাদের উচিৎ সবসময় তাদের পাশে থাকা এবং সব ধারণের সহযোগিতা করা।