হোম অন্যান্যসারাদেশ নড়াইল জেলা পরিষদের নির্বাচনী এক সভায় আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ

নড়াইল অফিস :

আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি খালেদাজিয়ার মুক্তির আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা কিভাবে বলে আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়া দেশ চালাবে। সাজাপ্রাপ্ত কারাগারে আসামী কি করে দেশ চালাতে পারে। তারা বিগত সময়ের মত আগুন সন্ত্রাস, পেট্টল বোমা, হামলা-ভাংচুর করে দেশে অস্থিশিল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

বুধবার দুপুরে নড়াইল জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

এসময় আরো বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি প্রমূখ। এসময় জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন