নড়াইল অফিস:
নড়াইল হবে ক্রীড়ার রাজধানী। এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি)ঝিনেদা জেলার জোহান ড্রীমভ্যালি রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনেদা জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম,ঝিনেদা জেলার এনডিসি মেজবাহুল হোসেন,বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দীপু।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা হ্রীড়া সংস্থার সহ-সভাপতি আইউব হোসেন বুলু,জেলা ক্রীড়া অফিসার মো.কামরুজ্জামান,রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহজালাল মুকুল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব (বার) জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু জেলা ক্রীড়া বিভাগের সফলতার কথা উল্লেখ করে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতিয় দলের হয়ে ৭টি বিভাগে অধিনায়কত্ব করছেন নড়াইলের ৭জন ক্রীড়াবিদ। এর আগে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন।
বক্তব্যের মাঝখানে নড়াইল ক্রীড়াঙ্গণে যারা বিশেষ ভূমিকা রেখে এ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু সংস্থার বার্ষিক আয় এবং ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার এলইডি টিভি পেয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এতে মোট ১১টি পুরস্কার দেয়া হয়।