হোম অন্যান্যসারাদেশ নড়াইল চিত্রা রিসোর্টে শিশুদের জন্য রূপকথার ফেইরী টেলস ফরেস্ট উদ্বোধন

নড়াইল চিত্রা রিসোর্টে শিশুদের জন্য রূপকথার ফেইরী টেলস ফরেস্ট উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের চিত্রা রিসোর্টে শিশুদের বিনোদনের জন্য রূপকথার ফেইরী টেলস ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফিতা কেটে বাগানের গেটের দরজা উন্মুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা,পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ও ক্যাপ্টেন মাশরাফির মা হামিদা মোর্তজা,নবান্নের পরিচালক সাইফুল ইসলাম খান তুহিন, নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল,চিত্রা রিসোর্টের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম অনিক,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তাসহ অনেকে।

বিকালে উদ্বোধনের আগে অতিথিরা বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখের। চিত্রা নদীর পাড়ের চিত্রা রিসোর্টের দক্ষিণ অংশে বিশাল বাগানের মধ্যে শিশুদের জন্য রূপকথার গল্পের সিনডেরেলা,ফেইরী টেলস এর গাছবাড়ি সহ নানা ধরনের অকর্ষনীয় ভাবে সাজানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন