নড়াইল অফিস:
“জাতপাত পেশা ভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। নড়াইল ফায়ার সার্ভিস অফিস এলাকা থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদের হলরুমে দলিত যুব ফোরাম নড়াইলের সভাপতি হিরামন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন খোকন কুমার সাহা।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত যুব ঐক্যপরিষদের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, জেলা যুব ঐক্যপরিষদের যুগ্ম-আহ্বায়ক শুভংকর কান্তি বিশ্বাস, সম্পাদক প্রিয়া দাস, সহ-সম্পাদক পলাশ বিশ্বাস, রাইটস অব দলিতস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্না লাল জমাদ্দার , মোবিলাইজার বিলাসী বৈরাগী প্রমূখ। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।