হোম খুলনানড়াইল নড়াইলে ৯ মাসে গ্রাম আদালতে মামলা ৩৭৫,ক্ষতিপূরন আদায় সাড়ে ২২ লাখ

নড়াইলে ৯ মাসে গ্রাম আদালতে মামলা ৩৭৫,ক্ষতিপূরন আদায় সাড়ে ২২ লাখ

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে গ্রাম আদালতে চলতি বছরের ৮ মাসে মামলা হয়েছে ৩৭৫ টি। একই সময়ে ক্ষতিপূরন আদায় হয়েছে সাড়ে ২২ লাখ। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানী অংশীজন নিয়ে কর্মশালায় এই তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোঃ জিনারুল ইসলাম । কর্মশালায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মো: ওমর ফারুক,লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজামিন সুলতানা,সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন,সাংবাদিক শামীমূল ইসলাম,ইমাম সমিতির সভাপতি ওয়াকিউজ্জামান প্রমুখ। কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা,গ্রাম আদালতে কোন কোন ধরণের বিরোধ নিষ্পত্তি করা হয়,গ্রাম আদালত কিভাবে গ্রামের সাধারণ গ্রামের সহায়তা করতে পারে এসব বিষয়ে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত কিভাবে আরও কার্যকরী করা যায় সে বিষয়ে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ বছরের জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত নড়াইলের ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে ৩৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানী ১২৫ টি এবং ফৌজদারী ২৫০টি। এসব মামলায় ২২ লাখ ২৩ হাজার ২শ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন