নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত লোহাগড়ার উপজেলার লক্ষীপাশা ও এড়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।
এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানের সঙ্গে অংশ নেয়।
এসময় মেসার্স রোজ ভ্যালি হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১৫ হাজার, মেসার্স সুস্বাদু হোটেল ১ হাজার, মেসার্স রউফ মিষ্টান্ন ভান্ডার ১ হাজার, মেসার্স অরুপ মিষ্টান্ন ভান্ডার ১ হাজার, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ২ হাজার, মেসার্স ইমরান মেডিসিন কর্নার ৫০০, মেসার্স শাওন এন্টারপ্রাইজ ৫০০ ও মেসার্স জাহিদ স্টোর কে ৫০০ টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার জানান, অভিযানে জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
