হোম খুলনানড়াইল নড়াইলে ৬টি ল্যাপটপ চারটি মোবাইল ফোনসহ ৭ জন চোর চক্রের সদস্য আটক

নড়াইলে ৬টি ল্যাপটপ চারটি মোবাইল ফোনসহ ৭ জন চোর চক্রের সদস্য আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 175 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ৬টি ল্যাপটপ চারটি মোবাইল ফোন সহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে চোর চক্রের এই সদস্যদের আটক করা হয়।

বুধবার ২৯ জানুয়ারী রাত ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের কার্য্যালয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ মোহাঃ শাহদারা খান উপস্থিত গন মাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো নড়াইলের লোহাগড়া থানার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ লাদেন (২৪), খুলনা জেলার দিঘলিয়া থানার বাবুল মোল্যার ছেলে রাজু মোল্যা (২৬), খালিশপুর থানার উত্তর কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হকের ছেলে বিল্লাল হোসেন ( ৩৫), মৃত আশরাফের ছেলে ওয়াসিব হাসান মনি ( ৩৫), একই এলাকার হাজীগ্রামের হুমায়ন মোল্যার ছেলে তোয়াস মোল্য (২৫) ও হাউসিং বাজার এলাকার গোলাম আলির ছেলে কুরবান আলি ( ৩৮) ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ মোহাঃ শাহদারা খান আরো জানান, ২০২৪ সালের নভেম্বর মাসের ২৮ তারিখ রাতে নড়াইলের কালিয়া থানার কালিয়া বাজারস্থ ওয়ালটন শো রুমের পিছনের বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে ভিতরে চোর প্রবেশ করে শো রুম থেকে ৭টি ওয়ালটন ল্যাপটপ ও ১৯টি ওয়ালটন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কালিয়া থানায় মামলা হলে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ দুইদিন অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে মোহাম্মদ লাদেনকে আটক করে ও তার স্বীকারোক্তি মাধ্যমে খুলনা থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ও ১৯টি মোবাইলের মধ্যে চারটি মোবাইল সহ অন্য আসামীদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন