হোম খুলনানড়াইল নড়াইলে ৪৯ বোতল ফেন্সিডিল রাখার দায়ে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে ৪৯ বোতল ফেন্সিডিল রাখার দায়ে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দন্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও আসামীকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ মামলার আরেক আসামীকে খালাস দেয়া হয়।

আদালত সূত্রে জানাগেছে, দন্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ শামীম সিকদার, তিনি বরিশাল মেট্রোর বন্দর থানার চরকরমজি গ্রামের মোস্তফা সিকদারের ছেলে। সাইফুল ইসলাম নামে এ মামলার খালাস পাওয়া আরেকজনের বাড়ি একই থানার মোল্যার হাওলা গ্রামে। শামীম ও সাইফুল ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিগত ২০১৩ সালের ১২ জানুয়ারি নড়াইল- যশোর মহাসড়কে নড়াইল শহর সংলগ্ন সীতারামপুর ব্রিজের নিকট থেকে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী শামীমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় ২৭মার্চ বুধবার রায়ের ধার্য দিনে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ডদেশ প্রদান করেন। এবং সাইফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন