হোম খুলনানড়াইল নড়াইলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

নড়াইলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দুইদিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড় মেলার’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। দুই দিনের এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ১৮টি স্টল বসেছে।

স্টল পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বেলা ১২টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)আহসান মাহমুদ রাসেল,, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো: জিসান আলী, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন