নড়াইল প্রতিনিধি:
৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় দুই জন বর্তমান ও একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নড়াইল সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা এবং শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।